• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফাঁসিয়াখালীতে জামায়াতের কর্মী সম্মেলন 

     dailybangla 
    29th Sep 2024 10:34 pm  |  অনলাইন সংস্করণ

    শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া (কক্সবাজার) চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বিশাল কর্মী সম্মেলন স্থানীয় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল সদস্য কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।

    তিনি বলেন, বীর ছাত্রজনতা স্বৈরাচার বিতাড়িত করেছে। আবার যেন সেই স্বৈরাচার ভিন্ন রূপে ফিরে আসতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সেই বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী দেশের আনাচে কানাচে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের আমলের সংঘটিত সকল অপরাধ ও গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. সালেকুজ্জামান, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মোহাম্মদ মুছা, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা নুরুল আলম ও অধ্যাপক আবু নাঈম আজাদ।

    এছাড়া বক্তব্য রাখেন জামায়াত নেতা মকছুদ আহমদ, ছাত্রনেতা ইবরাহিম ফারুক সিদ্দিকী, চকরিয়া পৌরসভা জামায়াতের ৭নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হক, ৮নং ওয়ার্ড সেক্রেটারি মাহফুজুল করিম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি এহসানুল হক, ওলামা মাশায়েখ নেতা মাওলানা শাহাদাত হোসেন, জামায়াত নেতা শহিদুল ইসলাম চৌধুরী, হোসাইন মুহাম্মদ এরশাদ ও সনাতন ধর্মাবলম্বী নেতা ডা. সন্তোষ।

    এসময় চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জমির উদ্দিন, জামায়াত নেতা ফরিদুল আলম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমানসহ সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি, জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930