• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় 

     dailybangla 
    10th Nov 2025 6:25 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। গত ৯ নভেম্বর, রবিবার ব্যাংকের কর্পোরেট শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও যুগ্ম পরিচালক মো. ওমর ফারুক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এবং ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আমানতকারী ও গ্রাহকবৃন্দ।

    মতবিনিময় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন, দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারের সরাসরি তত্ত্বাবধান ও হস্তক্ষেপের ফলে ব্যাংকের লেনদেন ও অন্যান্য কার্যক্রম খুব শিগগিরই সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

    প্রশাসক গ্রাহকদের আস্থা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন,
    “আপনারা আস্থার সঙ্গে এই ব্যাংকের নিয়মিত লেনদেন চালিয়ে যাবেন। ব্যাংকিং কার্যক্রমের স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে প্রশাসক টিম সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930