• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফিনল্যান্ডের সংসদ ভবনে তরুণ এমপির আত্মহত্যা 

     dailybangla 
    20th Aug 2025 11:28 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য মারা গেছেন। নিহত ওই এমপির নাম এমেলি পেলটোনেন। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। ফিনল্যান্ডে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্যের মৃত্যু দেশজুড়ে গভীর দুঃখ এবং উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্র: বিবিসি

    মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী এমেলি পেলটোনেন ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এমপি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়।

    এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোক নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন।

    সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা ভীষণভাবে মিস করব। এত অল্প বয়সে এক তরুণ প্রাণের অবসান হলো।

    এদিকে সংসদ গ্রীষ্মকালীন অবকাশে থাকলেও এমেলি পেলটোনেনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো দিনটির বাকি সময়ের জন্য সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

    অরপো বলেন, সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। তাকে স্মরণ করে তিনি এক মিনিট নীরবতা পালন করেন বলে জানিয়েছে ফিনল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম ওয়াইএলই।

    সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহোও এক্সে লিখেছেন, পেলটোনেন ছিলেন একজন প্রিয় সহকর্মী, যিনি সব দলের কাছেই সম্মানিত ছিলেন।

    পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৬ মিনিটে সংসদ ভবন এদুস্কুনতাতালোতে পৌঁছায়। তারা জানিয়েছে, কোনও অপরাধমূলক ঘটনার আশঙ্কা নেই। প্রায় তিন ঘণ্টা পর সংসদ কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

    দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন প্রথমবারের মতো ২০২৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    খুব অল্প বয়সেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়্যারভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি— যা ওই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তির রেকর্ড।

    পেলটোনেন সাম্প্রতিক সময়ে কিডনির সমস্যার কারণে কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছিলেন, হাসপাতালে অ্যান্টিবায়োটিক চিকিৎসা চলছিল এবং গ্রীষ্মকালীন ছুটিতে সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন।

    সেখানে তিনি লিখেছিলেন, হেলসিঙ্কির মেইলাহতি এলাকায় হাসপাতালে আমাকে শিরায় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা সময়সাপেক্ষ। এখন আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তবে পরিস্থিতির কারণে আমি গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে আছি এবং পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930