ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই অস্ত্র ছাড়বে হামাস: খলিল আল-হায়া
আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি দখলদারত্বের অবসান ঘটলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস- শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল-হায়া।
তিনি বলেন, ইসরাইলি দখল ও আগ্রাসনই অস্ত্রধারণের কারণ। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। তার দফতর জানায়, রাষ্ট্র বলতে স্বাধীন ফিলিস্তিনকেই বোঝানো হয়েছে।
আল-হায়া আরও জানান, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্ত নজরদারির জন্য জাতিসংঘ বাহিনী মোতায়েনের প্রস্তাবে তারা সম্মত। তবে কেবল হামাসকে নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হলে তা তারা মেনে নেবে না।
গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও নিয়মিতই তা লঙ্ঘন করছে ইসরাইলি বাহিনী। শনিবারও ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে তারা গুলি চালায়, পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা। পশ্চিম তীরেও হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ।
এদিকে মুসলিম দেশগুলোর নেতারা রাফাহ সীমান্ত একতরফাভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে পাঠানোর পরিকল্পনার বিরোধিতা করেছেন।
দোহায় সম্মেলন শেষে তারা বলেন, ট্রাম্প-চুক্তি অনুযায়ী সীমান্ত উভয় দিকেই খোলা উচিত এবং ফিলিস্তিনিদের নিজ ভূমিতেই পুনর্নির্মাণে সহযোগিতা করা প্রয়োজন।
বিআলো/শিলি



