ফিলিস্তিনসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নিরাপত্তার অজুহাতে ফিলিস্তিনসহ আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এসব দেশের স্ক্রিনিং ও তথ্য যাচাই ব্যবস্থায় গুরুতর ঘাটতি থাকায় যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস, সিরিয়া এবং ফিলিস্তিন।
এর আগে আরও ১৯টি দেশের অভিবাসন কার্যক্রম স্থগিত করা হয়েছিল। মার্কিন প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই তালিকা আরও সম্প্রসারিত হতে পারে।
সিরিয়াকে তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকেরা, কারণ সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
বিআলো/শিলি



