ফুলবাড়িয়ায় পেট্রল ঢেলে বাসে আগুন, মারা গেলেন চালক
বিআলো ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুখোশ পরা তিন যুবক পেট্রল ঢেলে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. জুলহাস মিয়া (৩৮) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার দুপুরে উপজেলার কৈয়ারচালা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলম এশিয়া পরিবহনের বাসটি পাম্পে দাঁড়িয়ে ছিল। এ সময় তিন যুবক হঠাৎ এসে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা ও তাঁর মা শারমিন সুলতানা রুমকি আহত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রুকনুজ্জামান বলেন, তদন্ত চলছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইয়াসিন ইকবাল জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।
বিআলো/শিলি



