ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করল আনন্দলোক উচ্চবিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দলোক উচ্চবিদ্যালয়।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই বরণ অনুষ্ঠান। ষষ্ঠ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাসিবুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো বিষয় প্রথমে মনোযোগ দিয়ে শুনবে এবং তা মনে রাখার চেষ্টা করবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন থাকতে হবে। বাবা-মা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চললেই জীবনে সফল হওয়া সম্ভব।’
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন আপনার সন্তান স্কুল থেকে নতুন কী শিখে ফিরছে—তা জানার চেষ্টা করবেন। সন্তানকে সময় দিন, বন্ধুসুলভ আচরণ করুন। তাদের মধ্যে সৃজনশীলতার বীজ বপনের বড় দায়িত্ব আপনাদেরই। একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আকতারুজ্জামান অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানকে পড়তে বসিয়ে দিয়ে নিজে মোবাইল ফোন বা টেলিভিশনে ব্যস্ত হয়ে পড়বেন—এটা করা যাবে না। সন্তানকে আওয়াজ করে পড়তে উৎসাহিত করবেন। পড়াশোনার প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই তা নজরদারিতে রাখতে হবে।’
সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, অভিভাবক সদস্য আফরোজা আক্তার, অভিভাবকদের পক্ষে সাংবাদিক হুমায়ুন কবির তমালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়।
বিআলো/তুরাগ



