ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গত দুই দিনে সফল অভিযান পরিচালনা করে ফেনী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। গত ১৯ ও ২০ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির একাধিক টহলদল ফেনী জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের কাপড়, চকলেট, মদ, গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। এসব মালামাল বর্তমানে স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হেসেন জানান, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে তারা প্রতিনিয়ত সীমান্ত পাহারা দেন। এছাড়া মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ফেনী ব্যাটালিয়ন আরও জানায়, সীমান্ত এলাকায় তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



