ফের অচলাবস্থায় পাকিস্তান-আফগানিস্তান আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান বৈঠক ফের অচল হয়ে পড়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় পাকিস্তানি প্রতিনিধি দল টেবিল ছেড়ে চলে গেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “আফগান ভূখণ্ড থেকে উদ্ভূত সন্ত্রাস দমনের দায়িত্ব আফগানিস্তানকেই নিতে হবে।” তিনি অভিযোগ করেন, দোহা চুক্তির পরও তালেবান তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ইসলামাবাদ চায় আলোচনাগুলো লিখিত চুক্তিতে শেষ হোক, যাতে কাতার ও তুরস্ক গ্যারান্টর হিসেবে থাকে।
তাঁর ভাষায়, “আমরা অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও বাণিজ্য চাই। লিখিত গ্যারান্টিই ভবিষ্যতের নিশ্চয়তা দেবে।”
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অচলাবস্থা দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিআলো/শিলি



