• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফেরার ক্ষণগণনা শেষ, ঢাকায় আসছেন তারেক রহমান 

     dailybangla 
    24th Dec 2025 11:23 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশ সময় রাত ১০টা ১৮ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করেন তারেক রহমান। এর আগে রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তিনি।

    তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ার কথা রয়েছে। বিমান সূত্র জানায়, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত এই ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম অবতরণ করতে পারে। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।

    তারেক রহমানের জন্য ফ্লাইটের বিজনেস ক্লাসে ছয়টি টিকিট কেনা হয়েছে। তার সঙ্গে একই ফ্লাইটে যাচ্ছেন ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির আরও নেতাকর্মী নিজ নিজ অর্থে বিজনেস ও ইকোনমি ক্লাসের টিকিট কেটে একই ফ্লাইটে দেশে ফিরছেন। সব মিলিয়ে ফ্লাইটটিতে ৫০ জনের বেশি যাত্রী থাকবেন বলে জানা গেছে।

    তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পূর্বাচল ও কুড়িল এলাকার আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিএনপিও নিজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

    দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিএনপির আশা, ঢাকায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে। বিমানবন্দর থেকে সরাসরি কুড়িলের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস (৩০০ ফিট সড়ক) এলাকায় সংবর্ধনাস্থলে যাবেন তিনি। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

    দেশে ফিরে প্রথম দিনই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর গুলশান-২ নম্বরে নিজ বাসভবনে ফিরবেন।

    পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করারও সূচি রয়েছে।

    উল্লেখ্য, ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘদিন বিদেশে অবস্থান করতে বাধ্য হন তিনি। মাঝেমধ্যে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে এলেও তারেক রহমান এতদিন দেশে ফিরতে পারেননি। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031