• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফ্যাশন শোর মঞ্চে নজর কাড়লেন দীপিকা 

     dailybangla 
    27th Jan 2025 4:01 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। গত বছরের সেপ্টেম্বরে এ দম্পতির ঘরে আসে কন্যাসন্তান দুয়া পাডুকোন সিং। কন্যাসন্তানের মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবনই কাটাচ্ছিলেন অভিনেত্রী।

    যদিও এর আগে গর্ভাবস্থাতেও কয়েকটি সিনেমার শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সন্তান জন্মের পর মা হিসেবে মেয়ের দেখাশোনাই তার প্রথম অগ্রাধিকার। তাই বলে বসে থাকার পাত্র নন দীপিকা পাড়ুকোন। আবারও জনসম্মুখে এলেন অভিনেত্রী।

    সম্প্রতি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শোর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে রণবীরপত্নীর উপস্থিতি সবার নজর কেড়েছে। ফ্যাশন শোর মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট ও কালো লেদারের গ্লাভস আর মানানসই গহনায় দীপিকা পাড়ুকোন যেন রূপের মূর্তপ্রতীক হয়ে উঠেছিলেন। তার এই লুক ফ্যাশন শোর মূল আকর্ষণ হয়ে ওঠে। ভক্ত-অনুরাগীরাও তাকে ‘আলটিমেট বিউটি কুইন’ এবং ‘আইকনিক’ বলেও প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গে।

    সব্যসাচী মুখার্জির এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকা ছাড়াও আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পান্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরও অনেক তারকা। তবে দীপিকার উপস্থিতি যেন ফ্যাশন শোর জৌলুস আরও বাড়িয়ে তোলে।

    উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাডুকোন বলিউডে পা রেখেই বাজিমাৎ করেছিলেন। অভিষেকেই বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’-এ অভিনয় করে প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে নিজেকে আরও নতুন রূপে হাজির করেন অভিনেত্রী। এমনকি বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা পাড়ুকোন। এখন তিনি বলিউডের ‘লেডি সিংহাম’ হিসেবেও পরিচিত।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031