ফ্যাসিবাদ ও বিভাজনের বিরুদ্ধে লড়াই অব্যাহত: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে মুছলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অতীতের মতো ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
ডা. শফিকুর রহমান আরও জানান, জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার সকল অপচেষ্টার বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে অবিচল থেকে সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তবে দেশে ইতিহাস গড়ার মতো পরিবর্তন আসবে।
এ ছাড়াও খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক শক্তিগুলো একত্র হলে জাতীয় নির্বাচন জয়ের সম্ভাবনা দৃঢ় হবে। দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো।
মুছলিহিনের আমির মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
বিআলো/শিলি



