• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফ্যাসিবাদের সহযোগীদের লাইসেন্স বাতিল না করলে বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি 

     dailybangla 
    16th May 2025 7:29 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগঃ এক সপ্তাহের মধ্যে ফ্যাসিবাদের সহযোগীদের লাইসেন্স বাতিল না করা হলে বিটিআরসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

    তিনি বলেন, আওয়ামী লীগের শিথিলতা দেশের জন্য এক ভয়ানক সংকট ডেকে এনেছে। বিটিআরসি ও সংশ্লিষ্ট অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জনগণের ওপর নজরদারি চালিয়ে এসেছে, যা ফ্যাসিস্ট ক্ষমতার প্রত্যক্ষ সহযোগিতা।

    রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার (১৬ মে) ‘ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি। বিটিআরসিকে আওয়ামী স্বৈরাচার মুক্ত করতে এদিন প্রতিবাদ সমাবেশ আয়োজন করে সংগঠনটি।

    তথ্যপ্রযুক্তি খাতে ফ্যাসিবাদী সহযোগীদের বিচারে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক সপ্তাহ সময় দিয়েছেন কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসিকে ঘিরে কর্মসূচি ঘোষণা করা হবে।

    ফরহাদ মজহার বলেন, ‌অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে, এটাকে আমরা সমর্থন করি। এখন সরকারের কাজ হলো ফ্যাসিস্ট শক্তির সহযোগী ইন্টারনেট ও টেলিকম প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা, তাদের লাইসেন্স বাতিল করা। এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করলে আমরা বিটিআরসির সামনে অবস্থান নেব।

    তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনাদের প্রথম কাজ জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এখনও কোনো প্রক্রিয়া শুরু করেননি, টালবাহানা করছেন। বিভিন্ন এলিট কমিশন গঠন করে আমাদের মন ভোলানোর চেষ্টা করছেন। বাংলাদেশের জনগণের এটা বোঝার মতো বুদ্ধি রয়েছে।

    এই কবি ও চিন্তক বলেন, বিভিন্ন দাবিতে যখন আন্দোলন তৈরি হচ্ছে, তখন আপনারা ছাত্রদের বিরুদ্ধে, তরুণদের বিরুদ্ধে নানা রকম প্রচারণা চালাচ্ছেন। আমরা তা পর্যবেক্ষণ করছি। আপনাদের এজেন্সি ছাত্রদের মধ্যে বিভক্তি তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। আপনার ভাববেন না, এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান জনগণের নেই। ছাত্রদের সহিংসতার দিকে ঠেলে দিতে যেসব এজেন্সি কাজ করছে আমরা তাদের চিনি। তাদের বলব, জনতার কাতারে দাঁড়াতে। ছাত্রদের বলব, তথাকথিত মতাদর্শিক তর্ক করে নিজেদের মধ্যে বিরোধ বাড়াবেন না। এটা ফ্যাসিস্টদের কৌশল।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031