ফ্রন্টলাইন কমান্ড সেন্টারে পুতিন: ইউক্রেন যুদ্ধের অগ্রগতি পর্যালোচনা
dailybangla
02nd Dec 2025 1:38 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রন্টলাইন কমান্ড সেন্টার সফর করেছেন। রোববার রাতে সম্মিলিত বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টারে তিনি এ পরিদর্শন করেন।
ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, পুতিন দোনেৎস্কের ক্রাসনপারমেইস্ক ও খারকিভের ভোলচানস্ক শহরে রুশ বাহিনীর অগ্রগতির সর্বশেষ চিত্র সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ, ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক এবং ব্যাটলগ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ।
ব্রিফিংয়ে বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার সামরিক অভিযানের অর্জন, দিমিত্রভ শহরের দক্ষিণাংশে রুশ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনীয় ব্যাটলগ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।
বিআলো/শিলি



