বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন জনপ্রতিনিধিরা

বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বাংলার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ, মিলনমেলা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মুঃ হুমায়ুন কবির সকল ইউপি সদস্যসহ এলাকার জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন বলে ব্যক্ত করেন।

তিনি বলেন সুখে-দুঃখে সবসময়েই জনগণের প্রতিনিধি হিসেবেই সকলের পাশে সবসময় থাকবেন তিনি। সংক্ষিপ্ত এক বক্তব্যে পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আলহাজ মো. জহির উদ্দিন বাবর ঈদুল আজহা  উপলক্ষে করোনা প্রতিরোধে সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য জনগণকে সচেতন করেন এবং মাস্ক পরার জন্য অনুরোধ করেন।

আলেম ওলামায়ে কেরামদের পক্ষ থেকে এক বক্তব্যে ধুলিয়া দারুল উলুম ইকামাতুল ইসলাম মাদ্রাসার মুহতামিম সৈয়দ হাফেজ মাওলানা রফি উছমানি বলেন, ধুলিয়া ইউনিয়নবাসী একজন সৎ, নির্ভীক, নামাজি চেয়ারম্যান পেয়েছি।

এ সময় চেয়ারম্যান মু. হুমায়ুন কবিরের কাছে তিনি দাবি জানান, যে কোনো সালিশ মীমাংসায় একজন মসজিদের ইমাম নিয়োগ রাখা। এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির তার কথায় সহমত পোষণ করেন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মু. হুমায়ুন কবিরসহ ইউপির সংরক্ষিত নারী আসনের সদস্য আয়শা বেগম, ফরিদা বেগম ও আঁখি বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আনিছুর রহমান মিলন, অহিদুজ্জামান, আবুল কালাম হাওলাদার, আরিফুর রহমান খান, রিপন হাওলাদার, জহিরুল ইসলাম, নেছার উদ্দিন হাওলাদার, আবদুল মালেক সিকদার ও মাসুম খন্দকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধুলা সবকিছু মিলিয়ে ইউনিয়নটি বাউফল উপজেলায় কালের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তথা ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ, ৩টি মাদ্রাসা, ১টি কিন্ডারগার্টেন এবং বিভিন্ন স্থানে মসজিদ ও মন্দিরসহ সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে। ধুলিয়া ইউনিয়নের আয়তন ২৫.৭৪ বর্গকিলোমিটার।

বর্তমানে এই ইউনিয়নটি তেঁতুলিয়া নদীর ভাঙনে প্রায় বিলিনের পথে। নদীভাঙন রোধেও সরকারের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানা গেছে। এলাকার জনপ্রতিনিধি ও জনগণ এখন ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।

বিআলো/ইলিয়াস