বগুড়ার ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেনতামূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেনতামূলক সভা অনুষ্ঠিত

শেখর চন্দ্র সরকার, শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার ধুনটে নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে sustainble Initiative To protect women and girls from GBV ( STOP GBV) প্রকল্পের আওতায় ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর জেলা কর্মকর্তা তামিমা নাসরিন।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, চৌকিবাড়ি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, বহালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, ধুনট থানার নারী ও শিশু সহায়তা কর্মকর্তা এএসআই মনোয়ারা খাতুন ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুজ্জামান, ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক, আব্দুর সালাম ও বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা হাসান বর্ষা।

বিআলো/শিলি