• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ 

     dailybangla 
    14th Mar 2025 11:26 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

    বগুড়ার জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারি মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল লালু, দৈনিক দূরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ।

    অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, রতন রায়, সাইফুল ইসলাম, সোহেল মাহবুব।

    শিক্ষা বৃত্তি প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখে শাহিদ আরাফাত ও জারিন তাসনিম মায়িশা। অনুষ্ঠানে ২১জন সাংবাদিককে চিকিৎসা অনুদান এবং ১৯জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

    এম আবদুল্লাহ বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেলেও এখনো ফ্যাসিবাদ মুক্ত হতে পারিনি। ফ্যাসিবাদের দোসররা গণমাধ্যমে এখনো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সাংবাদিক কল্যাণমূলক প্রতিষ্ঠান। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দল, মতের ঊর্দ্ধে উঠে দেশের সকল সাংবাদিকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যেই সারাদেশে তিন শতাধিক সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

    তিনি বলেন, সাংবাদিকের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষ্যে দেশের দেড় হাজারেরও অধিক সাংবাদিককে ফুড প্যাকেট উপহার দেওয়া হয়েছে। আগামী দিনে সিনিয়র সাংবাদিকদের জন্য অবসরকারীন মাসিক ভাতা প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করা হচ্ছে।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই দেশ গড়তে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের কল্যাণে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা দিয়ে যাবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930