বঙ্গবন্ধু টানেলের ৬১ ভাগ কাজ সম্পন্ন : সেতুমন্ত্রী

বঙ্গবন্ধু টানেলের ৬১ ভাগ কাজ সম্পন্ন : সেতুমন্ত্রী
ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদক: ১০ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজের উদ্বোধনকালে এ তথ্য জানান। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল।

বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মতো ‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে গড়ে উঠবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে। ভার্চুয়াল প্লাটফর্মে চট্টগ্রাম প্রান্তে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা।

এদিকে গতকাল শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক ২০২০ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি শক্তি আপনাদের ক্ষমতায় বসাতে পারবে না। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, অযথা দূতাবাসে দূতাবাসে ছুটোছুটি আর গোপন সভা করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। তাই সময় থাকতে জনগণের কাছে যান। বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি হলো দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক।

স্থানীয় রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে সকালে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। সম্মেলনে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ কুদরত-ই-ইলাহী কাজলের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের স্থাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।