বঙ্গোপসাগরে নিম্নচাপ, বুধবারের মধ্যে রূপ নেবে ঘূর্ণিঝড়ে
বিআলো ডেস্ক: ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা দ্রুত শক্তি বাড়িয়ে মালাক্কা প্রণালী এবং আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, সোমবার নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘সেনিয়ার’, যা সংযুক্ত আরব আমিরাতের প্রদত্ত। শব্দটির অর্থ “সিংহ”, অর্থাৎ নাম থেকেই শক্তি ও সম্ভাব্য তাণ্ডবের ইঙ্গিত পাওয়া যায়।
যদিও ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিবেগ এবং অভিমুখ এখনও স্পষ্ট নয়, তবে সাগরে অবস্থানকালে এর শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আবহাওয়াবিদরা আশা করছেন, মঙ্গলবার বা বুধবারের মধ্যে মোটামুটি ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং সম্ভাব্য পথে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিক ও ডিসেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, এবং ঠান্ডা কিছুটা কমতে পারে। তবে ডিসেম্বরের ৪-৫ তারিখের আগে শক্তিশালী শীতের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, হিমালয়ের পাদদেশীয় জেলা এবং উত্তরবঙ্গের রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ফলে শীত এখনই বাড়ছে না, দক্ষিণবঙ্গেও অবস্থান একই রকম থাকবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিআলো/শিলি



