বড়দিন ঘিরে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন উপলক্ষে ভারতে খ্রিস্টানদের ওপর ব্যাপক হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে বড়দিনের অনুষ্ঠান, চার্চ ও ধর্মীয় আয়োজন লক্ষ্য করে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খ্রিস্টান ও মানবাধিকার সংগঠনগুলো।
ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স জানিয়েছে, বড়দিনের সময় ক্রিসমাস ক্যারল গাওয়া, ধর্মীয় সমাবেশ এবং উৎসব আয়োজনের ওপর একাধিক স্থানে হামলা চালানো হয়েছে।
মানবাধিকার সংস্থা ‘ওপেন ডোরস’-এর তথ্য অনুযায়ী, শুধু বড়দিনের মৌসুমেই দেশজুড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। কোথাও চার্চ ভাঙচুর, কোথাও সাজসজ্জা নষ্ট, আবার কোথাও হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছে মধ্যপ্রদেশের জাবালপুরে, যেখানে বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া এক দৃষ্টিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হলে দল তাকে শোকজ নোটিশ দেয়।
ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছরে ভারতে খ্রিস্টানদের ওপর মোট হামলার সংখ্যা অন্তত ৬০০।
খ্রিস্টান সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রক্ষার জোর দাবি জানিয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ
বিআলো/শিলি



