বদলে যাচ্ছে ওয়েব ব্রাউজারের যুগ
বিআলো ডেস্ক: ইন্টারনেট ব্যবহারের ধরন পাল্টে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ওয়েবসাইটে তথ্য খোঁজা, কেনাকাটা, এমনকি ব্যক্তিগত কাজও এখন করতে পারবে এআই-সমৃদ্ধ ওয়েব ব্রাউজার।
নতুন প্রজন্মের এই ব্রাউজারে অ্যাড্রেস বারে কোনো প্রশ্ন লিখলেই সার্চ ফলাফলের পরিবর্তে সরাসরি উত্তর দেবে এআই চ্যাটবট। চাইলে সেটির সঙ্গে কথোপকথন চালানোও যাবে। ব্যবহারকারীর পছন্দ, সার্চ ইতিহাস বা ব্রাউজিং অভ্যাস বিশ্লেষণ করে এআই নিজেই উপযুক্ত কনটেন্ট সাজিয়ে দেবে।
গুগল তাদের ক্রোম ব্রাউজারে যুক্ত করেছে জেমিনি, মাইক্রোসফটের এজ-এ যুক্ত হয়েছে কোপাইলট, আর ওপেনএআই উন্মোচন করেছে চ্যাটজিপিটিযুক্ত অ্যাটলাস ব্রাউজার।
বিশ্লেষকদের মতে, এআই ব্রাউজারের উত্থানে ডিজিটাল মার্কেটিং ও অনলাইন কনটেন্ট ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসবে। সার্চ রেজাল্ট থেকে সরাসরি তথ্য তুলে ধরবে এআই, ফলে ওয়েবসাইটে ভিজিটর কমে যাবে। ব্যানার বিজ্ঞাপন, স্পন্সরড কনটেন্ট কিংবা ভিডিও প্রমোশন- সবই হারাবে কার্যকারিতা।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এআই এখনো ভুল তথ্য তৈরি করে (যাকে বলা হয় ‘হ্যালুসিনেশন’)। তাই এআই ব্রাউজারের ওপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ।
তবুও সবাই একমত- ভবিষ্যতের ওয়েব অভিজ্ঞতা হবে মানুষ ও মেশিনের এক অভূতপূর্ব সহযোগিতা।
বিআলো/শিলি



