বান্দরবানে সাক্ষ্য না দেয়ায় কাউন্সিলরের দন্ড

বান্দরবানে সাক্ষ্য না দেয়ায় কাউন্সিলরের দন্ড

লুৎফুর রহমান উজ্জ্বল, বান্দরবান : বান্দরবানে ননজিআর মামলায় নোটিশ জারির পরও আদালতে সাক্ষ্য না দেয়ায় পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাসকে দন্ড দিয়েছেন আদালত। 

বুধবার বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালত এই আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, বান্দরবান সদর থানার একটি ননজিআর মামলার সাক্ষী হচ্ছেন অজিত দাস। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে চলমান রয়েছে। ওই মামলায় অন্য সাক্ষীরা যথারীতি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু মামলার ৬ নম্বর সাক্ষী পৌর কাউন্সিলর অজিত দাস আদালতে উপস্থিত হননি। মামলার ন্যায়বিচারের স্বার্থে গত ২৪ নভেম্বর ধার্য তারিখে আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নিমিত্তে শোকজ নোটিশ ইস্যু করা হয় সাক্ষীকে। কিন্তু নোটিশ জারির পরও ওই মামলায় সাক্ষ্য প্রদানের জন্য হাজির না হওয়ায় আদালত পৌর কাউন্সিলর অজিত দাসকে ২শ’ টাকা অর্থদন্ড দেন,অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত বেঞ্চ সহকারী সিকো চাকমা জানান,আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য না দেয়ায় মামলার ৬ নম্বর সাক্ষী পৌর কাউন্সিলরকে দন্ড দেয়া হয়েছে। আদেশের কপি পুলিশের কাছে পাঠানো হয়েছে।