বন্দর থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই আসামি গ্রেফতার
মোঃ মনির হোসেন,নারায়ণগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বন্দর থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল-এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে একটি ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে রেখেছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরে আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—
- ০১টি পুরাতন ব্যবহৃত মরিচাযুক্ত বিদেশি পিস্তল,
- ০১টি ম্যাগাজিন,
- ম্যাগাজিনে রক্ষিত ০২ রাউন্ড গুলি।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. লিজান (২০), পিতা: মো. জাকির হোসেন, মাতা: হেলেনা বেগম
২. মো. টিটু (৪০), পিতা: তাওলদ হোসেন, মাতা: মৃত জরিনা বেগম
উভয়ের বাড়ি বন্দর থানাধীন শান্তিনগর প্রাইমারি স্কুল সংলগ্ন মদনগঞ্জ ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার (২৪ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



