বন্দরে অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে মেসার্স সেভেন জিরো সেভেন ব্রিকস নামে একটি ইটভাটাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
কেওঢালা এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সোনারগাঁও থানার পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোবারক ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা এবং বায়ু দূষণকারী অন্যান্য কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ রক্ষা এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



