বন্দরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
নিজস্ব প্রতিবেদক: ‘দেশের চাবি আপনার হাতে’—এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং ধামগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ এবং গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বুদ্ধকরণ সভায় ধামগড় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিভিন্ন মসজিদের ইমাম, সনাতন ধর্মের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করা হয়।
বিআলো/তুরাগ



