বন্দরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেনের এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি শাহীন আহমেদ পরাগ (৩৮), বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে। তিনি অভিযোগ করেছেন, হামলাকারীরা তার পথরোধ করে তাকে লোহার রড ও পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। এ সময় তার সঙ্গে থাকা ১০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরাগ অভিযোগ করেছেন, হামলাকারীর মধ্যে ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহিন আহমেদ সৌরভ ও রাজীব, যাদের তিনি বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউছারের ঘনিষ্ঠজন বলে উল্লেখ করেছেন। হামলার সময় তারা তার স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়ার বিষয়টি জিজ্ঞাসা করেন এবং ফেসবুকে নিউজ শেয়ার করার কারণ জানতে চান।
হামলার পর স্থানীয়রা আহত পরাগকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরাগ জানিয়েছেন, তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দেবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পরাগের পরিবারও দাবি করেছেন, আইনের আওতায় অভিযুক্তদের আনা হোক এবং বিচার নিশ্চিত করা হোক, যাতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে সতর্কতা বৃদ্ধি পায়।
বিআলো/তুরাগ



