• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বন্দুকধারীর হামলায় পশ্চিম তীর সীমান্তে ২ ইসরাইলি সেনা নিহত 

     dailybangla 
    19th Sep 2025 12:24 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী সীমান্তে ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটল। অ্যালেনবি ক্রসিং এলাকায় এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুই ইসরায়েলি নাগরিক। এ সময় পাল্টা গুলিতে নিহত হন হামলাকারীও। ঘটনাটি নতুন করে সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অ্যালেনবি ক্রসিংয়ে, যা পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অন্যতম ব্যস্ত সীমান্তপথ।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী ছিলেন এক ট্রাকচালক। তিনি জর্ডান থেকে গাজার উদ্দেশে ট্রাক চালিয়ে আসছিলেন। ক্রসিং এলাকায় প্রবেশ করার পর তিনি হঠাৎ একটি হ্যান্ডগান বের করে আশপাশে গুলি চালানো শুরু করেন। এর উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তবে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

    নিহত দুই সেনার একজন হলেন— লেফটেন্যান্ট কর্নেল (রিজার্ভ) ইতজাক হারোশ (৬৮)। তিনি জেরুজালেমের বাসিন্দা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রিজার্ভিস্ট।

    অপরজন- সার্জেন্ট ওরান হারশকো (২০), তেল মন্ডের বাসিন্দা। তিনি আইডিএফ-এর আন্তর্জাতিক সহযোগিতা ইউনিট টেভেল-এর বিদেশি বাহিনীর সঙ্গে যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে এবং সেনারা এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাদের খুঁজতে এলাকায় অভিযান চালায়। এমনকি কিছু সময়ের জন্য পাশের জেরিহো শহরও ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

    ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী ছিলেন একজন জর্ডানের নাগরিক। তারা এই হামলার জন্য জর্ডানের উসকানিমূলক প্রচারণাকে দায়ী করেছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলাকারীর এই আচরণে ক্রসিং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

    এই অ্যালেনবি ক্রসিং আগে থেকেই বেশ কয়েকবার আলোচিত। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এক জর্ডানীয় বন্দুকধারী একই স্থানে গুলি চালিয়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যা করেছিলেন। তখনও সীমান্ত নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।

    উল্লেখ্য, অ্যালেনবি ব্রিজ ক্রসিং পশ্চিম তীরের একমাত্র সীমান্তপথ, যা দিয়ে সরাসরি জর্ডানে যাওয়া যায়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930