• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বন্ধুর ছদ্মবেশে অপহরণ: একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা 

     dailybangla 
    07th Nov 2025 12:01 am  |  অনলাইন সংস্করণ

    বাদশাহ মিয়া, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পর ১৯ মাস বয়সী শিশু রূপাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুকসুদপুর থানায় এ বিষয়ে নিয়মিত মামলা নং–১১ দায়ের হয়েছে।

    পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের গাড়ির হেলপার মিটুল শিকদার কাজের সুবাদে বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার দুলাল হাওলাদারের সঙ্গে পরিচিত হন। বন্ধুত্বের সূত্র ধরে দুলাল একাধিকবার মিটুলের বাড়িতে যাতায়াত করতেন।

    সর্বশেষ বুধবার (৫ নভেম্বর) বিকেলে বেড়াতে এসে দুলাল সুযোগ বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী মেয়ে রূপাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান।

    অভিযোগ পাওয়ার পর মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে এসআই অনক ঘোষ ও আ. হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। পরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় দুলাল হাওলাদারকে আটক করা হয়।

    পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক অজ্ঞাতনামা পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে জীবিত উদ্ধার করা হয়। এরপর আটক দুলাল হাওলাদার ও উদ্ধারকৃত রূপাকে মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।

    ওসি মোস্তফা কামাল বলেন,
    “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930