বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে কর্মকর্তা উপর হামলা
dailybangla
25th Jan 2026 8:18 pm | অনলাইন সংস্করণ
বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কক্ষে ঢুকে ধাতব সেলাই রেঞ্জ দিয়ে জেলা প্রশাসকের সিএ মো. জহিরুল ইসলামকে আঘাত করেন মো. ইব্রাহীম খলিল (৩০)। এতে তিনি আহত হন।
ঘটনার সময় জেলা প্রশাসক তাছলিমা আক্তার অফিসে অনুপস্থিত ছিলেন। আহত কর্মকর্তার চিৎকারে অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। প্রশাসন সূত্র জানায়, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



