বরাদ্দ পেলেন নাছিরের ধানের শীষ, শিশিরের দাড়িপাল্লা
মো. রায়হান, হাওরাঞ্চল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাছির চৌধুরীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের কাছ থেকে নাছির চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা রুদ্র মিজান।
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের পক্ষে দাড়িপাল্লা প্রতীক গ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা রেজাউল করিম।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
নির্বাচন প্রসঙ্গে নাছির চৌধুরীর চিফ এজেন্ট রুদ্র মিজান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। উন্নয়নের স্বার্থে দিরাই-শাল্লার জনগণ ধানের শীষে ভোট দিয়ে নাছির চৌধুরীকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের চিফ এজেন্ট রেজাউল করিম বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে তাঁদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।
বিআলো/ইমরান



