বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহার, টিপুকে একক প্রার্থী করতে ঐকমত্য
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং দলের প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তাঁরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ বিষয়ে মনোনয়ন প্রত্যাহারকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস বলেন, বরিশাল-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে জাতীয় পার্টির একক ও চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দলের বৃহত্তর স্বার্থ সংরক্ষণ এবং নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিআলো/ইমরান



