বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল ব্যুরো: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বরিশালে উন্নয়ন সংস্থা ওয়াদা ও সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বিডিএস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ক্লাবের সভা কক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়াদা সংস্থার প্রোজেক্ট ফোকাল পার্সনের পরিচালনায় কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এতে নারী নির্যাতন প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা, আইনের যথাযথ প্রয়োগ এবং নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মনে করেন, ঘরোয়া নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মনোভাব পরিবর্তন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় ৩৫টি নারী সংগঠনের নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন কমিউনিটির প্রায় ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের অপরাধ রোধে সমাজিক সচেতনতা, আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং স্থানীয় পর্যায়ে সমর্থন গড়ে তোলা জরুরি।
কর্মশালায় নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, নারী নির্যাতনবিষয়ক আইন বাস্তবায়ন জোরদার, সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে উদ্যোগ বৃদ্ধি, নীতি ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আনা, এবং নির্যাতিত নারীদের প্রতি সমর্থন ও সহমর্মিতা নিশ্চিত করা। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



