• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে পুলিশ ফাঁড়ির পাশেই দুই দোকানে দুর্ধর্ষ চুরি! : নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা 

     dailybangla 
    27th Nov 2025 3:14 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল : বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বগুড়া পুলিশ ফাঁড়ির অদূরে একই রাতে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। রবিবার (২৪ নভেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি পিকআপ ভ্যান দোকানের সামনে কৌশলে দাঁড় করিয়ে দোকান আড়াল করে চোর চক্র তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এরপর ড্রয়ার ভেঙে নগদ অর্থ লুট করে তারা। টাকা ভাগ ভাগ অবস্থায় রাখার কারণে ব্যবসায়ীরা প্রকৃত ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

    চুরি হওয়া ‘বিসমিল্লাহ স্টোর’ এর মালিক রবিউল ইসলাম বলেন, “ভোরে এসে দেখি দোকানের তালা ভাঙা, ড্রয়ার খালি। পুলিশ ফাঁড়ি এত কাছে, তারপরও তাদের কোনো তৎপরতা ছিল না। ” তিনি আরও জানান, কয়েক মাস আগে তাদের আরেক ভাড়াটিয়া দোকানেও টিন কেটে চুরি হয়েছিল।

    এদিকে, বগুড়া রোড এলাকার আমিরুন্নেসা মেডিকেল হলের মালিকও সকালে এসে দোকানের তালা ভাঙা অবস্থায় পান। সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন, রাতেই চোরেরা তার দোকানের শাটারের তালা ভেঙে চুরি করেছে।

    অপরদিকে, চোর চক্র নতুন বাজার এলাকার দুই দোকানে চুরির পর কাশিপুর এলাকার একটি দোকানেও একই রাতে চুরি করে বলে যানা যায়।

    স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, কয়েকদিন ধরে শহরে চুরি বেড়েই চলেছে, কিন্তু প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে নতুন বাজার এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

    ব্যবসায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান বলেন, “রাতে বাজারে পাহারার জন্য অতিরিক্ত লোকবল দিতে হবে। প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

    ঘটনার পর বগুড়া রোড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “ঘটনার সময় আমাদের এটিএসআই মারুফ দায়িত্বে ছিলেন। ঘটনাটি ঘটে রাত সাড়ে ৪টার দিকে, ঘটনার কিছুক্ষণ আগেই তিনি সেখান থেকে টহল দিয়ে বরিশাল কলেজের দিকে যান। সেই সুযোগে চোর চক্র ঘটনাটি ঘটিয়েছে।” তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশ ফাঁড়ির কাছাকাছি এমন চুরির ঘটনায় ক্ষুব্ধ নগরীর ব্যবসায়ীরা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930