বিসিক জেলা কার্যালয় বরিশালে শিল্পখাতে কমপ্লায়েন্স নিশ্চিতে AI ও IoT বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির: বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পরিচালিত BSCIC Training Institute- কর্তৃক “The Role of AI and IoT in Enhancing Industrial Compliance” শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৭ জানুয়ারী ) সকাল ১০ ঘটিকায় বরিশাল বিসিক এর কনফারেন্স রুমে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত জেলা কার্যালয় বিসিক বরিশালের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার (দক্ষতা ও প্রযুক্তি) প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: মানজুর আহমেদ। তিনি শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইন্টারনেট অব থিংস (IoT) ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা, আইনগত কমপ্লায়েন্স ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক প্রশিক্ষণ কার্যক্রমের কোর্স পরিচালক ও সহযোগী অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি, বিসিক বরিশালের উপব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম, কোর্স সমন্বয়কারী ও সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রমোশন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম (আসাদ), শিল্পনগরী কর্মকর্তা গোলাম রসুল (রাসেল), প্রমোশন কর্মকর্তা মোঃ ফাইরুজ আল মোস্তাকিম, সম্প্রসারণ কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সুব্রত কুমার কুণ্ডুসহ বিসিকের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
সেমিনারে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাফিজুর রহমান হিরা-সহ বরিশালের বিভিন্ন পেশার শিল্প উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিল্পখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কমপ্লায়েন্স নিশ্চিত করা সময়ের দাবি এবং এ ধরনের প্রশিক্ষণ ও সেমিনার উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআলো/ইমরান



