• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে সড়কের পাশে ফেলে রাখা বাসে রহস্যজনক আগুন 

     dailybangla 
    18th Nov 2025 5:03 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল : বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় সড়কের পাশে ফেলে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে চরকাউয়া–লাহারহাট আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাসটিতে হঠাৎ আগুন দেখা যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি টের পান।

    খবর পেয়ে নিকটস্থ বন্দর থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসটির বেশ কয়েকটি সিট পুড়ে যায়। যেহেতু বাসটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ছিল এবং সেখানে কেউ ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিভিয়ে ফেলি। কী কারণে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয়। এটি স্বাভাবিক অগ্নিকাণ্ড নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিসংযোগের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    অন্যদিকে স্থানীয়দের অনেকে মনে করছেন, ১৬–১৭ দিন ধরে ফেলে রাখা একটি বন্ধ বাসে রাতের অন্ধকারে নিজের থেকেই আগুন লাগার সম্ভাবনা খুব কম। তাদের ধারণা, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়েছে।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031