বরিশালে সেমিনার অনুষ্ঠিত, কাস্টমস-বাণিজ্য সহযোগিতায় স্বচ্ছ অর্থনীতি গড়ার আহ্বান
এইচ আর হীরা, বরিশাল : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বরিশালে এক সেমিনারের আয়োজন করেছে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল, ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।
বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার শেখ শামীম বুলবুল, বরিশাল আরআরএফের অ্যাডিশনাল ডিআইজি আব্দুস সালাম এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন।
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ কাস্টমস এখন কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নয় বরং বাণিজ্য সহজীকরণ, চোরাচালান প্রতিরোধ এবং পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর কাস্টমস ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, কাস্টমস ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমেই একটি স্বচ্ছ ও শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব।
তিনি জানান, বর্তমানে দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৮৯ শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। আমদানি ও রপ্তানি কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন গড়ে ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমসে দাখিল ও নিষ্পত্তি করা হচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাস।
আলোচনায় বক্তারা বলেন, বরিশাল অঞ্চলের কিছু ইটভাটা ও ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি যেসব ব্যবসা প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের আওতায় আসেনি, তাদের দ্রুত ভ্যাট নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বিআলো/আমিনা



