বরিশালের তিন উপজেলার স্বপ্নপূরণ: ১,৫০০ কোটি টাকার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হতে যাওয়া মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় রহমতপুর–বাবুগঞ্জ–হিজলা মহাসড়কের ৮ম কিলোমিটারের মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপাড়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সেতু, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এলজিইডি ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, প্রায় ১,৪৪২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতু বরিশাল জেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ নিশ্চিত করবে। ১৪৮৪ মিটার দীর্ঘ সেতুর মূল কাঠামোতে থাকবে দুটি এবাটমেন্ট, ১৭৫ মিটার ও ৯৭ মিটার দৈর্ঘ্যের চারটি পিয়ারসহ মোট ৫৪৪ মিটার মূল সেতু। এছাড়া ৯৪০ মিটার ভায়াডাক্ট এবং সেতুর দুই প্রান্তে সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান জানান, ২০২৮ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুটি চালু হলে তিন উপজেলার সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন হবে, যা অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও সাধারণ জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
বিআলো/ইমরান



