বরিশালের বাবুগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত
ফাহিম আহমেদ,বাবুগঞ্জ: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাবুগঞ্জ-এর উদ্যোগে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক আহমেদ। প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার সরকার, এবং সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মো: মাহফুজ আলম।
সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বাবুগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার সরকার খামারীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। সভায় খামারিদের পর্যাপ্ত গৃহপালিত প্রাণী পালন করার গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে অবহিত করা হয় এবং গৃহপালিত প্রাণী পালন করতে উৎসাহিত করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে। আজ বাংলাদেশ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণিসম্পদে আরও উন্নতি হবে।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফারুক আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার সরকার , এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: নাজমুস সালিহীন খামারীদের প্রদর্শিত গৃহপালিত প্রাণী পরিদর্শন করে **জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ -এর অনুষ্ঠান শেষ করেন।
বিআলো/ইমরান



