বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন শুরু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। এ সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এস ফায়েজ।
অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের সূচনা করা হয়।
সমাবর্তনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
বিআলো/তুরাগ



