বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পেশেন্ট ফোরাম এভারকেয়ার হসপিটালের

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পেশেন্ট ফোরাম এভারকেয়ার হসপিটালের


মো. ইব্রাহীম হোসেন: বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর-২০২১) পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি পেশেন্ট ফোরাম আয়োজন করে। পেশেন্ট ফোরামে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রত্নাঘীপ চাস্কার, হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গীতিকার ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসিফ ইকবাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন-বিল্ডিং  টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)-এর ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সঙ্গীতা খান, এসিক্সের কার্যনির্বাহী অংশীদার আফসানা আসিফ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ আসরারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ডা. সানজায় কিশানরাও পাঠারে, উপপরিচালক ডা. আরিফ
মাহমুদ, সিএমও (বিডি) ভিনয় কাউল এবং বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক আখতার জামিলসহ আরো অনেকে।

 

অনুষ্ঠানের শুরুতে ইতি মধ্যে অত্র হসপিটালে স্বল্প খরচে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সফল চিকিৎসা ও অসামান্য অবদান রাখায় শিশুদের অভিভাবকরা এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীনের প্রশংসা করেন। এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

তারা বলেন, আমরা আমাদের সন্তানকে নিয়ে বিভিন্ন হসপিটালে গিয়েছি কিন্তু তারা অনেক টাকা চাওয়ায় চিকিৎসা করাতে না পেরে একদম ভেঙে পড়ি। ঠিক তখনই আত্মীয়ের মাধ্যমে জানতে পারি এভারকেয়ার হসপিটাল ঢাকায় ডা. তাহেরা নাজরীন স্বল্প আয়ের অসহায়দের জন্য অল্প খরচে শিশুর হৃদরোগের চিকিৎসা করে। তারপর আমরা হাসপাতালে এসে যখন কথা বলে জানতে পেরে চিকিৎসা শুরু করি। এভারকেয়ার হসপিটাল ঢাকার এত বড় হসপিটালে আমরা স্বপ্নেও ভাবিনি এখানে আমাদের সন্তানের চিকিৎসা করাতে পারবো। আজ আমাদের সন্তান সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জন্য এত বড় একটি সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে ডা. তাহেরা নাজরীনের কাছেও আমরা কৃতজ্ঞ।

 

উক্ত অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, এভারকেয়ার হসপিটাল ঢাকা’তে প্রতি বছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। এভারকেয়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে আমরা প্রদান করছি সকল প্রকারের সেবা। সম্প্রতি বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদরোগ সচেতনতা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় শিশুর হৃদরোগ চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুনের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে হসপিটালটি।


অনুষ্ঠানের বিশেষ অতিথি লেখক, গীতিকার ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসিফ ইকবাল বলেন, ২০১০-এর দিকে বাংলাদেশে শিশুদের হৃদরোগের চিকিৎসা তেমন একটা ছিল না। ওই সময়ে আমার এক মাস দশ দিনের কন্যার হৃদরোগ ধরা পড়ে। তখন আমি আমার স্ত্রী প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলাম কি করব এখন। অনেক জায়গায় ছুটাছুটি করে একটি হসপিটালে চিকিৎসা করাই। আমাদের অবস্থাটা কেমন ছিল ওটা শুধু মাত্র আপনারা যারা আপনাদের শিশু সন্তানের হৃদরোগ হয়েছে তারাই বুঝতে পারবেন।


যখন আমার এক মাস দশ দিনের কন্যাকে অপারেশন করার জন্য ডা. নিয়ে যায় তখন আমার স্ত্রী শুধু কান্না করতেছে আর আমি একমাত্র আল্লাহর ওপর ভরসা করে কোরআন শরিফ পড়ে যাচ্ছি। যাই হোক আলহামদুলিল্লা আমার মেয়ে সুস্থ। এখন তার বয়স প্রায় ১১ বছর। এখনো আমরা সবসময় তাকে দেখে শুনে রাখি। ও এখনো সিঁড়ি দিয়ে নামতে ভয় পায়। রাস্তায় চলতে ভয় পায়। রিকশায় উঠতে ভয় পায়। আপনারা আপনার সন্তানদেরকে এভাবে দেখে শুনে রাখবেন। দায়িত্বে অবহেলা করবেন না। আজ আপরানা সৌভাগ্যবান এজন্য আমি বলব যে বাংলাদেশের মতো দেশে এভারকেয়ার হসপিটাল ঢাকা এমন একটি উদ্যোগ নিয়েছে বলেই আজ আপনারা আপনাদের সন্তানকে সুস্থ দেখতে পারছেন এবং এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীনের মতো একজন ডক্টর পেয়েছেন। তিনি এত সুন্দর করে নিজের সন্তানের মতো করে প্রতিটি শিশু চিকিৎসা করেন যা সত্যিই প্রশংসার দাবিদার। ডা. তাহেরার মতো চিকিৎসক খুঁজে পাওয়া আমাদের দেশে খুব কঠিন। আমি তার সাফল্য কামনা করি। পাশাপাশি এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষকের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখুন।