বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৪ কোটি ৬২ লাখ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৪ কোটি ৬২ লাখ


বিশ্ব সংবাদ  : বিশ্বব্যাপী করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৮৫৯ জন। সংক্রমিত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৮৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৪৪ জনের।


আজ রবিবার (৬ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


 

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।


দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন এবং মারা গেছে ১ লাখ ৪০ হাজার ২১৬ জন।


তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।


চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৩১ হাজার ৭৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৮৪ জনের।


পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৯৮১ জন।


বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৭৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮০৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।


বিআলো/শিলি