হোমনা–তিতাসের মান-সম্মান রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার আ. মতিন খান
‘বহিরাগত নয়, এলাকার সন্তানই উন্নয়নের দায়িত্ব পাবে’—ইঞ্জিনিয়ার আ. মতিন খান
নিজস্ব প্রতিবেদক: হোমনা–তিতাসের জনগণের মান-সম্মান সমুন্নত রাখা এবং জনসেবার প্রত্যয়ে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এবং সাবেক সচিব ইঞ্জিনিয়ার আ. মতিন খান।
গতকাল রবিবার তিনি কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় আ. মতিন খান বলেন, “হোমনা–তিতাসের জনগণের মান-সম্মান রক্ষা এবং তাদের সেবক হিসেবে কাজ করার লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, তিতাস–হোমনাবাসীর অকুণ্ঠ সমর্থনে বিজয়ী হয়ে সংসদে তাদের প্রতিনিধিত্ব করব।”
তিনি আরও বলেন, “এই বিজয় হবে হোমনা–তিতাসবাসীর আপামর জনসাধারণের বিজয়। এটি হবে বহিরাগতদের বিরুদ্ধে জনগণের স্পষ্ট বিজয়।”
বহিরাগত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, “হোমনাবাসী অতীতেও বহিরাগতদের গ্রহণ করেনি। এবারের নির্বাচনেও ব্যালট বিপ্লবের মাধ্যমে এলাকার উন্নয়নের দায়িত্ব এলাকার সন্তানকেই দেবে জনগণ।”
এক প্রশ্নের জবাবে আ. মতিন খান বলেন, “দল যাকে খুশি মনোনয়ন দিতে পারে, আবার জনগণেরও অধিকার আছে তাদের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার। যদি দল হোমনা–তিতাসের কাউকে মনোনয়ন দিত, তাহলে আমিও মেনে নিতাম, এলাকাবাসীও সন্তুষ্ট থাকত।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “দল জনগণের মতামত উপেক্ষা করে যে বহিরাগতকে মনোনয়ন দিয়েছে, জনগণ ঠিক সেইভাবেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করে তাদের অস্তিত্ব রক্ষা করবে। এটিই হবে এবারের নির্বাচনের মূল খেলা।” স্বতন্ত্র প্রার্থী আ. মতিন খান বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি—জনগণই আমার শক্তি। এই শক্তিতেই আমি বলীয়ান।”
এ সময় হোমনা ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



