বাঁশখালী জলদী শহীদ দেলোয়ার দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চুম্মা পাড়াস্থ শহীদ দেলোয়ার হোসাইন দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আজিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি সাইদুল হক (ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল ইসলাম, বৈলছড়ি আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা এজাজ আহম্মেদ, চাম্বল বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, রাসেল মিয়া তালুকদার, মাওলানা সোহেল মাহমুদ, মো. বেলাল উদ্দিনসহ অসংখ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আল্লামা মুফতি হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা মাদ্রাসা, চট্টগ্রাম)।
বিশেষ বক্তা হিসেবে আরও আলোচনা করেন মাওলানা মুফতি জামীল আহমদ জামালী (ঢাকা), মাওলানা মাহবুবুল হক (সাবেক মুহাদ্দিস, জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসা), মুফতি রিয়াজুদ্দীন কামাল, মাওলানা ছগির হানফী, মাওলানা নুরুল ইসলাম জিহাদি (পরিচালক, জালিয়াঘাটা ছোবহানিয়া মাদ্রাসা), সাংবাদিক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মোক্তার হোসাইন (শিক্ষা পরিচালক, ভাদালীয়া বড় মাদ্রাসা), মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
এছাড়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মাহমুদুল হাসান সায়েম ও মাওলানা আজগর হোসেন ফাহিম।
বার্ষিক সভায় বক্তারা দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকা, নৈতিকতা গঠন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।
বিআলো/ইমরান



