বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট, জাল ও ৬ হাজার কেজি মাছসহ ১৬ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও প্রায় ৬ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল এবং আনুমানিক ৬ হাজার কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, বাঁশখালীর উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সকল ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। এ ঘটনায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা গ্রহণের মাধ্যমে বোটটি মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস



