বাংলাদেশ ইউনাইটেড পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগমুহূর্তে দেশের রাজনীতিতে যুক্ত হলো নতুন একটি দল—বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই এই দলের যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো—মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ভারসাম্য ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়া।”
১৮ দফা লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইউনাইটেড পার্টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ ও মূল্যায়ন,
- বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক বিচারব্যবস্থা গড়ে তোলা,
- মানবাধিকার, বাক্স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা,
- দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ,
- নারী, যুবক, প্রবাসী ও কৃষক–শ্রমিকসহ সমাজের সব শ্রেণির মানুষকে রাষ্ট্রীয় পুনর্গঠনে যুক্ত করা,
- প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,
- গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিধান,
- এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
এ ছাড়া দলটি জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, প্রবাসীদের ভোটাধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, এবং বলিষ্ঠ বৈদেশিক নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।
বিআলো/এফএইচএস



