বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩৮তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঢাকার ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি আদিলুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানিসমূহের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবাব নাভা নেহার রহমান, চেয়ারম্যান, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ); মীর নাসির হোসেন, সাবেক সভাপতি, এফবিসিসিআই এবং জনাব নাসির উদ্দিন আহমেদ (পাবেল), সাবেক সভাপতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএর বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জীবন বীমা খাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয় ২০২৩ সালে ছিল ১১৫,১০৭ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে ১১৩,৮৯৭ মিলিয়ন টাকা। লাইফ ফান্ড ২০২৩ সালে দাঁড়ায় ৩১৯,১৮২ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে ৩৩২,৩২২ মিলিয়ন টাকায় পৌঁছায়। একই সময়ে বিনিয়োগের পরিমাণ ২০২৩ সালে ছিল ৩৩৪,৬১৩ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে ৩৪২,৯২৯ মিলিয়ন টাকা। মোট সম্পদ ২০২৩ সালে ছিল ৪৪১,৪১১ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে বেড়ে ৪৬০,০৪৩ মিলিয়ন টাকায় উন্নীত হয়।
অন্যদিকে নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয় ২০২৩ সালে ছিল ৪২,৩৫১ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৪৩,৪৯৫ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২.৯০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। নন-লাইফ খাতে মোট সম্পদ ২০২৩ সালে ছিল ১১৬,৪৯৪ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে ১১৯,১৬৭ মিলিয়ন টাকা। এ খাতে বিনিয়োগের পরিমাণ ২০২৩ সালে ছিল ৫৭,৭২০ মিলিয়ন টাকা এবং ২০২৪ সালে ৫৬,১৪০ মিলিয়ন টাকা।
বিআলো/ইমরান



