• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ গার্মেন্টস শিল্পে উৎপাদিত পণ্যেকে বিশ্ব মানের করার আহ্বান: উপদেষ্টা সাখাওয়াত হোসেন 

     dailybangla 
    12th Jan 2025 3:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যেকে বিশ্ব মানের করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

    শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত গ্যাপেক্সপো মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

    উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা ৮৪ ভাগ অর্জিত হয় আরএমজি খাত হতে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের ২য়। পোশাক খাতের এ অভূতপূর্ব সাফল্যের পিছনে যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বিরাট অবদান রয়েছে তা স্বীকার করতে হবে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতও একটি শ্রমঘন শিল্প।

    বিগ্রেডিয়ার শাখাওয়াত আরও বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট দেশে কত রক্ত ঝরেছে। ২০০০ ছাত্র জনতা জীবন দিয়েছে দেশকে স্বৈরাচার মুক্ত করতে।দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গত স্বৈরাচার সরকার অর্থ পাচার করেছে। ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পুরো ব্যাংকিং সেক্টরকে কলাপস করেছে। গার্মেন্ট সেক্টর নিয়ে দেশী ও বিদেশি ষড়যন্ত্র চলছে। অতীত সরকার যা করেছে তা বলে শেষ করা যাবে না। আপনাদের এ সেক্টরকে বাঁচাতে হবে। আমরা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গার্মেন্টস সেক্টরের উন্নয়নে দিনরাত কাজ করছি।

    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অনুষ্ঠানে বলেন আমি জেনেছি যে, বর্তমানে শতভাগ রপ্তানিমুখী ২ হাজার ১ শত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান বিজিএপিএমইএ এর সদস্য। এ সমস্ত সদস্য প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ ৪০ হাজার কোটি টাকার উপরে, কর্মরত জনবল ০৭ লক্ষাধিক, ভ্যালু এডিশন ৩০-৪০%, বিগত অর্থ-বছরে মোট রপ্তানি ৬.৮৪ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি রপ্তানি।

    আপনারা আরো জানিয়েছেন বর্তমানে ১৮টি দেশে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং এর ২১ ধরনের পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে। সত্যিই এটি এ সেক্টরের একটি বিরাট অর্জন। আপনাদের নিজস্ব উদ্যোগে অর্জিত এ সাফল্য নি:সন্দেহে প্রশংসাযোগ্য।

    অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জনাব মো: শাহরিয়ার, গেস্ট অব অনার সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন চেয়ারম্যান জনাব এম.এ কাসেম, স্পেশাল গেস্ট জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস রপ্তানি বন্ড ও আইটি) জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান তথা বিজিএমইএ এর প্রশাসক জনাব মো. আনোয়ার হোসেন, কোরিয়া প্যাকেজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব কিম সেং সুন, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ পাবেল এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিজিএপিএমইএ এর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930