বাংলাদেশ বাদ পড়ায় আইসিসির ভূমিকা নিয়ে সমালোচনা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পি।
তিন সপ্তাহ ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টানাপোড়েনের অবসান হয়েছে নতুন সূচি ঘোষণার মাধ্যমে। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।
এই সিদ্ধান্তের পর আইসিসির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ভারতের বাইরে কেন বাংলাদেশ খেলতে পারবে না, সে বিষয়ে আইসিসি কি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে?
নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে গত ৪ জানুয়ারি বিসিবি জানায়, তারা ভারত সফরে দল পাঠাবে না। এরপর বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক দফায় চিঠি বিনিময় ও ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভারত বাদ দিয়ে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ করেনি।
এর ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে না। আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় ২১ জানুয়ারি ১২-২ ভোটে বাংলাদেশের আবেদন বাতিল হয়।
গিলেস্পির মতে, ভারতের ক্ষেত্রে নমনীয়তা দেখানো হলেও বাংলাদেশের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়নি। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের আপত্তির কারণে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছিল।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। উল্লেখ্য, গিলেস্পি ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেও একই বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন।
বিআলো/শিলি



