বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৯ নভেম্বর (রবিবার) চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিম শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহফুজুর রহমান, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট সাতটি দল অংশগ্রহণ করে।
বিআলো/ইমরান



