• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত 

     dailybangla 
    02nd Dec 2025 3:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ভাটিয়ারাস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্রাঙ্গণে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ।

    অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন, প্যারেডের সালাম গ্রহণ এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুদায়িত্ব অর্পিত হলো। তিনি একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। কুচকাওয়াজ সফলভাবে আয়োজন করায় তিনি একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জেসিও-এনসিও, সৈনিক ও অসামরিক সদস্যদের ধন্যবাদ জানান।

    কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম স্পেশাল কোর্সের ২০ জনসহ সর্বমোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন অর্জন করেন। তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন নারী।

    ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।

    পরে নতুন কর্মকর্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। এরপর অতিথিবৃন্দ, পিতা-মাতা ও অভিভাবকেরা নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

    অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বিএমএ কমান্ড্যান্ট প্রধান অতিথিকে স্বাগত জানান। উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পিতা-মাতা, অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা রঙিন এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031